মানবপাচার পলাতক আসামি ধরতে ছয়জনের নাম প্রকাশ ও রেড নোটিশ জারি ইন্টারপোল'এর
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০২:৩৬ এএম, ১ ডিসেম্বর,মঙ্গলবার,২০২০ | আপডেট: ০২:২৯ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
লিবিয়ায় মানবপাচার মামলার ছয় পলাতক আসামি ধরতে রেড নোটিশ জারি করেছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন (ইন্টারপোল)।
পলাতক ছয় আসামি হলেন- ইকবাল জাফর, তানজিরুল, স্বপন, শাহাদাত হোসেন, নজরুল ইসলাম মোল্লা ও মিন্টু মিয়া।
ইন্টারপোলের ওয়েবসাইটে ওয়ান্টেট তালিকায় ছবিসব এই ছয়জনের নাম প্রকাশ করা হয়েছে।
এই ছয়জনের মধ্যে নজরুলের বাড়ি মাদারীপুরে, শাহাদাতের ঠিকানা ঢাকায়। বাকি চারজনই কিশোরগঞ্জের বলে ইন্টারপোলের নোটিসে উল্লেখ করা হয়েছে।
ভালো চাকরির প্রলোভন দেখিয়ে বিদেশে পাচার, আটকে রেখে মুক্তিপণ আদায় এবং হত্যার অভিযোগ রয়েছে তাদের সবার বিরুদ্ধে।
উল্লেখ্য, গত ২৮ মে লিবিয়ার মিজদাহ শহরে অভিবাসনপ্রত্যাশী ২৬ বাংলাদেশি নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন। এ ঘটনায় গত ২ জুন ছয়জনের বিরুদ্ধে রাজধানীর পল্টন ও বনানী থানায় মানব পাচার মামলা হয়। মামলা তদন্তে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনী দেখতে পায়, উন্নত জীবনের মিথ্যা প্রলোভন দেখিয়ে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন নদী, গহীন জঙ্গল ও দুর্গম মরুপথ ব্যবহার করে মানব পাচার করত একটি চক্র। তারা অভিবাসনপ্রত্যাশীদের জিম্মি করে স্বজন থেকে মুক্তিপণ আদায় করত।