তেল ও পেঁয়াজের বাড়তি দামে বিপাকে ক্রেতা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:১৩ এএম, ২৯ মে,শনিবার,২০২১ | আপডেট: ১০:৫৬ পিএম, ৭ অক্টোবর,সোমবার,২০২৪
প্রায় প্রতিদিনই বাড়ছে কোনো না কোনো নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। এতে চরম বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতা।
আজ শুক্রবার রাজধানীর বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে তেল ও পেঁয়াজ।
রাজধানীর উত্তরা জহুরা মার্কেটে বাজার করতে আসা ক্রেতারা বলেন, বাজারে এসে যদি শুনতে হয় এই পণ্যের দাম বাড়ছে, এখন এই দামে কিনতে হবে। তাহলে আমাদের কিছুই করার থাকে না। এভাবে নিয়ন্ত্রণহীন বাজার আর কতদিন চলবে? প্রত্যেক সপ্তাহেই কোনো না কোনো পণ্যের দাম বাড়ছে। যা কিনতে হিমশিম খেতে হচ্ছে সাধারণ ক্রেতাকে।
বাজার ঘুরে দেখা গেছে, একদিনের ব্যবধানে লিটার প্রতি ৯ থেকে ১১ টাকা পর্যন্ত বেড়েছে বোতলজাত সয়াবিন তেলের দাম। কেজি প্রতি ৩ থেকে ৫ টাকা বেড়েছে পেঁয়াজের দাম। তবে মাছ ও কাঁচাবাজারে দামের খুব বেশি হেরফের হয়নি। অন্যদিকে ব্রয়লার মুরগির দামও বেড়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, বাজারে প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১২৯ থেকে ১৩২ টাকায় বিক্রি হচ্ছে। আর কোম্পানি ভেদে বোতলজাত সয়াবিন তেল ১৫৩ থেকে ১৫৫ টাকা, পাম সুপার তেল ১১২ থেকে ১১৫ টাকা এবং ৫ লিটার সয়াবিন তেলের বোতল ৭২০ থেকে ৭৩০ টাকায় বিক্রি হচ্ছে।
আলাপকালে ক্রেতা গোপাল চন্দ্র বলেন, আমরা যারা নি¤œ মধ্যবিত্ত তারা আর কুলিয়ে উঠতে পারছি না। এক লিটার তেল কিনতেই যদি ১৫০ টাকা খরচ হয় তাহলে অন্য আর কী বাজার করবো। যে পেঁয়াজ দুই একদিন আগেও কিনলাম ৪০ টাকা করে কেজি। আজ তা কিনতে হচ্ছে ৪৫ টাকায়।
সবজি বিক্রেতা মো. জাকির হোসেন জানান, আকার ও মানভেদে কেজিপ্রতি টমেটো ৫২ থেকে ৬০ টাকা, কাঁকরোল ৪৫ থেকে ৫০ টাকা, করলা ৫৫ থেকে ৬০ টাকা, বেগুন ৪০ থেকে ৫০ টাকা (লম্বা ৩০ টাকা), পেঁপে ৩০ থেকে ৪০ টাকা, শসা (হাইব্রিড) ৩৫ থেকে ৪০ টাকা, আলু ১৫ থেকে ২০ টাকা, কাঁচামরিচ ৪০ টাকা, ঢেঁড়স ৩০ থেকে ৩৫ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া পুঁইশাকের আঁটি ২০ থেকে ২৫ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে বাজারে নতুন চাল আসার পরও দামে হেরফের হয়নি খুব বেশি। কেজি প্রতি ২ থেকে তিন টাকা কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। মিনিকেট ও নাজিরশাইল ৫৮ থেকে ৬২ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
মাছের দাম আগের মতোই আছে বলে জানিয়েছেন বিক্রেতারা। খোঁজ নিয়ে জানা যায়, আকার ও ওজন ভেদে কেজি প্রতি কাতল ১৮০ থেকে ৩০০ টাকা, টেংরা ৪০০ থেকে ৬০০ টাকা, রুই ১৮০ থেকে ২২০ টাকা, তেলাপিয়া ১৪০ থেকে ১৫০ টাকা, টাকি ২২০ থেকে ২৩০ টাকা, চিংড়ি ৩০০ থেকে ৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
মাংসের বাজারে, সোনালি মুরগি কেজি প্রতি ২২০ থেকে ২৩০ টাকা, ব্রয়লার ১৪০ থেকে ১৪৫ টাকা (যা আগের সপ্তাহে ছিল ১৩০-১৩৫ টাকা), খাসির মাংস ৭৫০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। আর ডিমের হালি ৮৫ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে।