৪৮ লাখ টাকা কোনো টাকাই না, বললেন সচিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:০২ এএম, ১৭ মার্চ,
বুধবার,২০২১ | আপডেট: ০৮:৪৩ এএম, ৬ সেপ্টেম্বর,শুক্রবার,২০২৪
অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য ৩০ হাজার বীর নিবাস তৈরি করা হবে। প্রকল্পটি বাস্তবায়নে ৪ হাজার ১২২ কোটি ৯৯ লাখ টাকা ব্যয় হবে। এই প্রকল্পে বিদেশে প্রশিক্ষণের জন্য খরচ ধরা হয়েছে ৪৮ লাখ টাকা। ৪ হাজার ১২২ কোটি ৯৯ লাখ টাকার প্রকল্পে বিদেশে প্রশিক্ষণের জন্য ৪৮ লাখ টাকা আসলে কোনো টাকাই না বলে মন্তব্য করেছেন পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) মামুন-আল-রশিদ।
আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।
এ সময় পরিকল্পনা সচিব জয়নুল বারীসহ একনেকের বাকি সদস্যরা ছিলেন রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে। বৈঠকে আবাসন নির্মাণসহ ৬ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক)। এগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ৬১৯ কোটি ৪৫ লাখ টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিলের ৫ হাজার ১৯ কোটি ৮৭ লাখ টাকা, বাস্তবায়নকারী সংস্থার তহবিল হতে ৪২ কোটি এবং বৈদেশিক সহায়তার ৫৭ কোটি ৫২ লাখ টাকা ব্যয় করা হবে। একনেক বৈঠক শেষে ব্রিফিং করেন পরিকল্পনা বিভাগের সচিব জয়নুল বারী। এ সময় উপস্থিত ছিলেন ভৌত অবকাঠামো বিভাগের সদস্য মামুন-আল-রশীদ, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মোহাম্মদ ইয়ামিন চৌধুরী এবং পরিকল্পা কমিশনের সদস্যরা।
জয়নুল বারী বলেন, বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন ভবন নির্মাণ প্রকল্পটি একটি উল্লেখযোগ্য প্রকল্প। এর মাধ্যমে অসচ্ছল বীরদের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে সহায়ক হবে। প্রকল্পের আওতায় ৩০ হাজার বীর নিবাস তৈরি করা হবে। মুজিব শতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এসব বাড়ি উপহার দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ১২২ কোটি ৯৯ লাখ টাকা। সম্পূর্ণ সরকারি অর্থায়নে চলতি বছর থেকে ২০২৩ সালের সেপ্টেম্বরের মধ্যে এটি বাস্তবায়ন করবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
এক প্রশ্নের উত্তরে মামুন-আল রশিদ বলেন, প্রকল্পটিতে বৈদেশিক প্রশিক্ষণের ব্যবস্থা আমরা জেনেশুনেই রেখেছি। এটির প্রয়োজন আছে। এত বড় প্রকল্পে মাত্র ৪৮ লাখ টাকা ব্যয় করা হবে ভিয়েতনামসহ বিশ্বের বিভিন্ন দেশ সফরের জন্য। যেসব দেশ দীর্ঘ যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা লাভ করেছে। পৃথিবীতে শুধু বাংলাদেশ না, আরও অনেক দেশ আছে যারা দীর্ঘদিন যুদ্ধ করে স্বাধীন হয়েছে। তারা কীভাবে সেসব স্পিরিট ফিল করে, তাদের জন্য কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে- এগুলো কিছুটা দেখার দরকার আছে। আর যে প্রকল্প ৪ হাজার ১২২ কোটি টাকার, সেখানে ৪৮ লাখ টাকা- এটা আসলে কোনো টাকাই না। সেদিক থেকে আমি উৎসাহিত করেছি। ওটাতে আমি কোনো রকমের কাটছাঁট করিনি।