আইএমএফের ঋণ পাওয়ার সিদ্ধান্ত দুই সপ্তাহের মধ্যেই : বাংলাদেশ ব্যাংক
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০২:৩৯ পিএম, ২৭ অক্টোবর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৩:৪৩ এএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
আইএমএফে এর ঋণ পাওয়ার বিষয়ে দুই সপ্তাহের মধ্যেই সিদ্ধান্ত হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
আজ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএমএফ এর প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আবুল কালাম আজাদ এ তথ্য জানান।
বাংলাদেশকে ঋণ দেয়ার বিষয়ে আলোচনার অংশ হিসেবে দ্বিতীয় দিন বাংলাদেশ ব্যাংকে বৈঠক করেছে আইএমএফ প্রতিনিধি দলের সদস্যরা।
আবুল কালাম আজাদ বলেন, বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আর্থিক মুদ্রা তহবিল বা আইএমএফের আলোচনা ফলপ্রসূ হচ্ছে। দুই সপ্তাহের মধ্যে ঋণ পাওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার পর কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ও ডেপুটি গভর্নরসহ তিনটি সেশনে বৈঠকে করেছেন প্রতিনিধিরা।
বাংলাদেশ ব্যাংক জানায়, আইএমএফের কাছ থেকে ৪৫০ কোটি ডলার চায় বাংলাদেশ। এর আগে অর্থনৈতিক সংকট মোকাবিলায় জুলাই মাসে ঋণ চেয়ে চিঠি পাঠিয়েছিল বাংলাদেশ। আর দুই সপ্তাহ আগে ওয়াশিংটনে এক বৈঠকে ঋণের বিষয়ে প্রাথমিক সম্মতি দেয় আইএমএফ। এই ধারাবাহিকতায় ২৬শে অক্টোবর থেকে ৯ই নভেম্বর পর্যন্ত সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে বৈঠক করবে আইএমএফ।