২০ দিনে রেমিট্যান্স এল ১১০ কোটি ডলার
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১০:২২ পিএম, ২৩ অক্টোবর,রবিবার,২০২২ | আপডেট: ১২:৩৫ পিএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
সেপ্টম্বরের মতো চলতি মাসেও কমেছে প্রবাসী আয়। চলতি মাসের প্রথম ২০ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে মাত্র ১১০ কোটি মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ১১ হাজার ৩২৮ কোটি টাকা।
চলমান ধারা অব্যাহত থাকলে মাস শেষে প্রবাসী আয়ের পরিমাণ ১৭০ কোটি ডলারে দাঁড়াতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যানে জানা যায়, চলতি মাসের ২০ দিনে রাষ্ট্রীয় মালিকানাধীন পাঁচ বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ২২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। বেসরকারি ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৮৪ কোটি ৭১ লাখ ডলার। বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫০ লাখ মার্কিন ডলার। আর বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে এসেছে এক কোটি ৯৬ লাখ ডলার।
প্রতিবারের মতো সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে বেসরকারি ইসলামী ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে প্রবাসীরা পাঠিয়েছেন ২৬ কোটি ৬১ লাখ ডলার। এরপর অগ্রণী ব্যাংকে ৭ কোটি ৮৪ লাখ, ডাচ্-বাংলা ব্যাংকে এসেছে ৬ কোটি ১৭ লাখ, আল-আরাফাহ ইসলামী ব্যাংকে ৬ কোটি ৮ লাখ, সোনালী ব্যাংকে ৬ কোটি ৮ লাখ এবং রূপালী ব্যাংকের মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৫ কোটি ৭৩ লাখ ডলার।