আন্তর্জাতিক বাজারে বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশি ফলের চাহিদা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০১:১৫ পিএম, ২৬ জুলাই,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৯:৪৫ পিএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
আমিরাতের বাণিজ্যিক শহর দুবাইস্ত আল আওভির ফ্রুটস এন্ড ভেজিটেবল মার্কেটে সরাসরি বাংলাদেশ থেকে আমদানি করা হচ্ছে বাংলাদেশি লেবু, কাকরোল, পটল, বরবটি সহ নানা প্রকারের সবজি এবং মৌসুমি ফল আম কাঁঠাল।
ইকু ফ্রেসের ব্যবস্হাপনা পরিচালক মোহাম্মদ শহিদুল্লাহ জানান, বাংলাদেশি ফ্রুট এবং সবজি সুস্বাদু হওয়াতে এবং প্রবাসে বাংলাদেশকে নতুন ভাবে পরিচিত করিয়ে দিতে, তাদের এ পথ চলা শুরু। বাংলাদেশি সবজির আগে থেকে চাহিদা থাকলেও, মাত্র দুই মাস ধরে তারা বাংলাদেশের মৌসুমী ফল আম এবং কাঁঠাল আমদানি শুরু করেন। বিশেষ করে বাংলাদেশি আমের প্রচুর চাহিদা সৃষ্টি হয়েছে বলেও জানান তিনি, এর পরেই রয়েছে বাংলাদেশের জাতীয় ফল কাঁঠালের চাহিদা। প্রতিদিন ৩ থেকে ৪ টনের বেশি বাংলাদেশ থেকে এসব পণ্য আমদানি করে ইকু ফ্রেশ ফুড স্টাফ ট্রেডিং এল এল সি।
বিভিন্ন দেশের সাধারণ ক্রেতাদের চাহিদার পাশাপাশি খুচরা ও আমিরাতের সাতটি অঞ্চলের হাইপারমার্কেট এবং ছোট বড় সোপার সপ ও গ্রোসারিতে বাংলাদেশি মৌসুমি ফলের চাহিদা দিন দিন বাড়ছে বলে জানান তিনি।
ব্যবসার পাশাপাশি রেমিট্যান্স বাড়ানো ও বাংলাদেশিদের কর্মসংস্থান সৃষ্টিই তাদের লক্ষ বলে জানান মোহাম্মদ শহিদুল্লাহ।