বগুড়ায় ৯নং ওয়ার্ড শ্রমিকদলের ত্রি-বার্ষিক সম্মেলন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৪৬ পিএম, ১২ এপ্রিল,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৮:৩৪ এএম, ৪ অক্টোবর,শুক্রবার,২০২৪
বগুড়া শহর শ্রমিকদলের আওতাধীন ৯নং ওয়ার্ড শ্রমিক দলের ত্রি-বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকালে ৪টায় শহরের সূত্রাপুর এলাকায় পৌরসভার ৯নং ওয়ার্ড শ্রমিক দলের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্ধোধন করেন জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল ওয়াদুদ।
শহর শ্রমিক দলের আহবায়ক নুরুল হুদা’র সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট সাইফুল ইসলাম। শহর শ্রমিকদলের সদস্য সচিব সামছুজ্জামান সামছু সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল বারী তালুকদার বেলাল, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, এম আর ইসলাম স্বাধীন, শহর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক মোরশেদ মিটন, সোলাইমান আলী, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সহ-সভাপতি মোশাররফ হোসেন স্বপন, শহর শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক বেলাল মন্ডল, এমদাদুল হক সজল, সোহাগ, হায়দার, বিটু, বেদার, আশরাফ পুটু ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন সম্মেলনে সর্বসম্মতিক্রমে প্রধান অতিথি অ্যাড. সাইফুল ইসলাম নব-গঠিত কমিটির ৯নং ওয়ার্ড কমিটির সভাপতি পল্টু শেখ, সাধারণ সম্পাদক মো: মিজু ও সাংগঠনিক সম্পাদক মো: আমিনের নাম ঘোষনা করেন।