তৃতীয় লিঙ্গ নিয়ে কাজ করা সংগঠন পেল ভ্যাট মওকুফ সুবিধা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:০৯ এএম, ২৯ মার্চ,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৯:৪৫ এএম, ৮ অক্টোবর,মঙ্গলবার,২০২৪
তৃতীয় লিঙ্গ বা হিজড়া সম্প্রদায়ের আত্মমর্যাদা ও সম্মানজনক সামাজিক জীবনযাপন নিশ্চিতে কাজ করা বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি ভ্যাট মওকুফ সুবিধা পেয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর থেকে জারি করা এক বিশেষ আদেশে সংস্থাটির বাড়ি ভাড়ার ওপর মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। রবিবার (২৭ মার্চ) এনবিআরের জনসংযোগ দফতর সূত্রে এসব তথ্য জানা গেছে।
এনবিআর সূত্রে জানা যায়, বর্তমানে যেকোনো স্থাপনা ভাড়ার ওপর ১৫ শতাংশ হারে ভ্যাট আছে। বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি সম্পূর্ণ অলাভজনক সেবামূলক বেসরকারি সংস্থা। সে এখন থেকে তাদের যেকোনো স্থাপনা ভাড়ার ওপর ভ্যাট দিতে হবে না। এতে খরচ কমবে সংস্থাটির।
আদেশে বলা হয়, জনস্বার্থে এনবিআর মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ (২০১২ সনের ৪৭ নং আইন) এর ধারা ১২৬ এর উপ-ধারা (৩) এ প্রদত্ত ক্ষমতাবলে, বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটিকে ‘স্থান ও স্থাপনা ভাড়া গ্রহণকারী’ সেবার বিপরীতে প্রযোজ্য মূল্য সংযোজন কর থেকে অব্যাহতি দেয়া হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। এর আগে গত বাজেটেও তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মানুষদের চাকরি দিলে বিশেষ কর ছাড়ের ঘোষণা দেয়া হয়।
সেখানে বলা হয়, যদি কোনো প্রতিষ্ঠান তার মোট কর্মচারীর ১০ শতাংশ বা ১০০ জনের বেশি তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের নিয়োগ দেয়, তবে ওই কর্মচারীদের পরিশোধিত বেতনের ৭৫ শতাংশ বা প্রদেয় করের ৫ শতাংশ, যেটি কম, তা নিয়োগকারীকে কর রেয়াত হিসেবে দেয়া হবে।