আর্ট পেপারের আড়ালে সিগারেটের জাল স্ট্যাম্প আমদানি, কাস্টমসে আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৩৬ এএম, ১৬ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৪:৫৯ এএম, ১৫ সেপ্টেম্বর,রবিবার,২০২৪
নিয়ম অনুযায়ী সরকার নির্ধারিত সিকিউরিটি প্রিন্টিং প্রেস থেকেই সিগারেটের প্যাকেটে ব্যবহৃত স্ট্যাম্প প্রিন্ট করাতে হয়। এর বাইরে অন্য কোনো প্রতিষ্ঠান এ ধরনের স্ট্যাম্প ক্রয় করা বা বিদেশ থেকে আমদানি করারও কোনো সুযোগ নেই।
অথচ একটি প্রতারক চক্র আর্ট পেপারের আড়ালে লুকিয়ে চীন থেকে ৩ কোটি ১৯ লাখ ৮০ হাজার পিস জাল স্ট্যাম্প আমদানি করে। এই জাল স্ট্যাম্প বন্দর থেকে খালাস হয়ে বাজারে সিগারেটের প্যাকেটে ব্যবহার করা হলে সরকার কমপক্ষে ৯০ কোটি টাকা থেকে সর্বোচ্চ ১৪৩ কোটি টাকা রাজস্ব হারাতো। তবে এই প্রতারক চক্রের জালিয়াতি নস্যাৎ করে দিয়েছে চট্টগ্রাম কাস্টমসের শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। এমন একটি চালান গত মঙ্গলবার চট্টগ্রাম বন্দর থেকে আটক করেন কাস্টমস কর্মকর্তারা।
পণ্যের চালানটির শতভাগ কায়িক পরীক্ষা শেষ করে জালিয়াতির ঘটনা নিশ্চিত করেন চট্টগ্রাম কাস্টমসের অডিট, ইনভেস্টিগেশন এন্ড রিসার্চ (এআইআর) শাখার সহকারী কমিশনার মো. শরফুদ্দিন মিয়া জানান।
জানা যায়, নগরীর আন্দরকিল্লার জিএ ভবনের ২য় তলার আমদানিকারক প্রতিষ্ঠান বাপ্পু এন্টারপ্রাইজ চীন থেকে আর্ট পেপার ঘোষণায় ২০ ফুটের এক কনটেইনার পণ্য আমদানি করে। পণ্য চালানটি খালাসের জন্য নগরীর আগ্রাবাদের আরগ চেম্বারের সিএন্ডএফ এজেন্ট মধুমতি এসোসিয়েটস লিমিটেড গত ৯ ডিসেম্বর চট্টগ্রাম কাস্টমসে বিল অব এন্ট্রি দাখিল করেন।
চট্টগ্রাম কাস্টম হাউসের পোর্ট কন্ট্রোল ইউনিট ঝুঁকি ব্যবস্থাপনার আওতায় রপ্তানিকারক, রপ্তানিকারকের ওয়েবসাইট, তৈরি দেশ, আমদানিকারকের ব্যবসায়ের ধরন ও ঠিকানা, পণ্যের বর্ণনা প্রভৃতি বিশ্লেষণ করে পণ্য চালানটিতে মিথ্যা ঘোষণায় সিগারেটের প্যাকেটে ব্যবহারযোগ্য জাল স্ট্যাম্প থাকার বিষয়ে প্রাথমিক ধারণা পায়। পরবর্তীতে চট্টগ্রাম কাস্টমসের অডিট, ইনভেস্টিগেশন এন্ড রিসার্চ (এআইআর) শাখার কর্মকর্তারা ওই পণ্য চালানের বিল অব এন্ট্রিটি লক করে চালানটির খালাস বন্ধ করে দেন।
পরে গত মঙ্গলবার পণ্য চালানের কনটেইনার নামিয়ে বন্দরের অভ্যন্তরে কায়িক পরীক্ষা শুরু করে। কনটেইনারের ২০টি প্যালেটের মধ্যে দৈবচয়নের ভিত্তিতে ৫টি প্যালেট দেখানোর পর ওই ৫টি প্যালেটেই শুধু আর্ট পেপার পাওয়া যায়। কিন্তু তারপরপরই সিএন্ডএফ এজেন্ট গড়িমসি শুরু করে এবং এক পর্যায়ে কায়িক পরীক্ষা সমাপ্ত করার জন্য অনুরোধ করে।