ময়মনসিংহ অঞ্চলের সেরা করদাতা বেনজীর আহমেদ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৬:৩৮ পিএম, ২৫ নভেম্বর,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৬:০৮ এএম, ৩ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ময়মনসিংহ অঞ্চলের সেরা করদাতা নির্বাচিত হয়েছেন। ২০২০-২১ কর বছরে কিশোরগঞ্জ জেলায় আয়কর প্রদানকারী শ্রেণিতে তাঁকে এই সম্মাননা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।
গতকাল বুধবার (২৪ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, চাকরি জীবনের শুরুতে কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার থাকাকালে আয়কর দেওয়া শুরু করেন বেনজীর আহমেদ। এর পরে বিভিন্ন কর্মস্থলে চাকরি করলেও ময়মনসিংহ কর অঞ্চলের করদাতা হিসেবে দীর্ঘ ২৮ বছর ধরে কিশোরগঞ্জ জেলায় কর দিয়ে আসছেন তিনি।
মূলত এ কারণে জাতীয় রাজস্ব বোর্ড ও কর অঞ্চল ময়মনসিংহের সার্বিক মূল্যায়নে ভিত্তিতে বেনজীর আহমেদকে দীর্ঘমেয়াদি সেরা করদাতা হিসেবে এই সম্মাননা দেওয়া হয়েছে।