প্রতারণার মামলায় এবি ব্যাংকের ডিএমডি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৪৭ পিএম, ৫ অক্টোবর,মঙ্গলবার,২০২১ | আপডেট: ১০:৪৬ এএম, ১৫ সেপ্টেম্বর,রবিবার,২০২৪
প্রতারণার মামলায় এবি ব্যাংকের ডিএমডি আবদুর রহমানকে গ্রেপ্তার করেছে গুলশান থানার পুলিশ।
গতকাল সোমবার (৪ অক্টোবর) রাতে রাজধানীর গুলশান থেকে আবদুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। ওসি আবুল হাসান বলেন, আবদুর রহমানের বিরুদ্ধে মামলা আছে। এই মামলায় তিনি পরোয়ানাভুক্ত আসামি। এ কারণে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
গুলশান থানার পুলিশ জানায়, আবদুর রহমানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে আদালতে মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে মামলাটি করেন বজলুর রশীদ নামের এক ব্যক্তি। এ মামলায় আবদুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।
গুলশান থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, প্রতারণার অভিযোগে আদালতে দায়ের করা মামলায় আবদুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। আদালতের নির্দেশনা অনুযায়ী তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এখন তাঁকে আদালতে পাঠানো হবে।