

‘দুবাই এক্সপো-২০২০’তে ভবন ধস, নিহত ৩
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৯:১৮ পিএম, ৩ অক্টোবর,রবিবার,২০২১ | আপডেট: ০৪:৫২ এএম, ২২ সেপ্টেম্বর,শুক্রবার,২০২৩

‘দুবাই এক্সপো-২০২০’ এর একটি নির্মাণাধীন ভবন নিরাপত্তাজনিত ত্রুটির কারণে তিন শ্রমিক প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ৭০ জনেরও বেশি শ্রমিক। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। খবর এনডিটিভির।
গতকাল শনিবার (২ অক্টোবর) এ ঘটনার পর কর্তৃপক্ষ বলছে, ভবন নির্মাণে ‘বিশ্বমানের’ নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল।
সম্প্রতি ছয় মাসের জন্য বিশ্ব মেলা বয়কটের ঘোষণা দিয়েছে ইউরোপীয় পার্লামান্টে। পার্লামেন্টে সংযুক্ত আরব আমিরাতের মানবাধিকার ও অভিবাসী শ্রমিকদের ওপর অবমানবিক আচরণের সমালোচনা করা হয়। এরমধ্যেই দুর্ঘটনাটি ঘটল।
এক্সপো ২০২০ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, আমরা বিশ্বমানের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। দুর্ভাগ্যবশত এ দুর্ঘটনা ঘটেছে। আমরা শ্রমিকদের সর্বোচ্চ গুরুত্ব দেই। দুবাইয়ের বাইরেই বাণিজ্য মেলার স্টল তৈরির কাজ করছে ২০ হাজারের বেশি শ্রমিক।
ফরাসি পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেছেন, ইউরোপিয়ান পার্লামেন্টের বয়কটে একাত্মতা প্রকাশ করছে না ফ্রান্স। কারণ সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে প্যারিসের কৌশলগত সম্পর্ক রয়েছে।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশীদ আল মাকতুম ৬ মাসব্যাপী এ এক্সপোর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
৬৪টি দেশের প্রায় এক হাজার শিল্পী এতে অংশ নেন। প্রায় সাড়ে চার কিলোমিটার জায়গাজুড়ে এক্সপোর দৃষ্টিনন্দন প্যাভিলিয়ন মুগ্ধ করেছে সবাইকে। করোনা পরিস্থিতির মধ্যেই ১৯২টি দেশ এই আয়োজনে অংশ নিয়েছে। এই ইতিহাসের গর্বিত অংশীদার বাংলাদেশও।