বসুন্ধরা হাউজিংয়ের বিরুদ্ধে ৫০০০০ কোটি টাকার সম্পত্তি হাতিয়ে নেয়ার অভিযোগ অনুসন্ধান করবে দুদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৪৬ এএম, ২২ সেপ্টেম্বর,
বুধবার,২০২১ | আপডেট: ০১:১৬ পিএম, ২ ডিসেম্বর,সোমবার,২০২৪
বসুন্ধরা হাউজিংয়ের বিরুদ্ধে ৫০ হাজার কোটি টাকার সম্পত্তি হাতিয়ে নেয়ার অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ অনুসন্ধানে তিন সদস্যের একটি অনুসন্ধানকারী দল গঠন করেছে কমিশন। দুদকের উপপরিচালক মো. মোনায়েম হোসেনকে অনুসন্ধানকারী দলের প্রধান করা হয়েছে। দলের অপর ২ সদস্য হলেন সহকারী পরিচালক মো. খলিলুর রহমান সিকদার ও উপসহকারী পরিচালক আফনান জান্নাত।
দুদক সূত্র জানায়, বসুন্ধরা হাউজিংয়ের বিরুদ্ধে ৫০ হাজার কোটি টাকার সম্পত্তি হাতিয়ে নেয়ার অভিযোগ পেয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় কমিশন। এ জন্য কমিশনের সহকারী পরিচালক মো. আবদুল ওয়াদুদ ও উপসহকারী পরিচালক মো. শাহজাহান মিরাজের সমন্বয়ে অনুসন্ধান দল গঠন করা হয়। গত ৩১ আগস্ট এক আবেদনের পরিপ্রেক্ষিতে মো. মোনায়েম হোসেনের নেতৃত্বে নতুন অনুসন্ধান দল গঠন করা হয়। এ বিষয়ে চেষ্টা করেও মোনায়েম হোসেনের বক্তব্য পাওয়া যায়নি। আর কমিটির সদস্য সহকারী পরিচালক খলিলুর রহমান সিকদার গতকাল গণমাধ্যমকে বলেন, আমি এখনো কাজ শুরু করিনি। আর টিম লিডারও আমাকে এখনো ডাকেননি।