১৭ হাজার কোটি টাকা আত্মসাত, এহসান গ্রুপের চেয়ারম্যান রাগীব আহসান গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:১১ পিএম, ১০ সেপ্টেম্বর,শুক্রবার,২০২১ | আপডেট: ১১:৪৭ এএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
১৭ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে এহসান গ্রুপের চেয়ারম্যান রাগীব আহসান ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গতকাল বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) রাত থেকে আজ শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
শুক্রবার সকালে র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে বিকেল সাড়ে ৩টায় রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে ব্রিফ করে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
জানা গেছে, গ্রাহকের টাকা নিয়ে প্রতিষ্ঠানের নামে জমি ক্রয় না করে রাগীব আহসান নিজ ও আত্মীয়স্বজনের নামে জমি ক্রয় করেন। সেসব জমির ৯০ শতাংশ গোপনে বিক্রি করে টাকা আত্মসাৎ করেন।
এহসান গ্রুপের ১৭টি প্রতিষ্ঠানের ১৬টিই উধাও হয়ে গেছে। এসব অভিযোগের ভিত্তিতে এহসান গ্রুপের চেয়ারম্যান মুফতি রাগীব আহসান ও তার সহযোগীকে গ্রেপ্তার করা করা হয়েছে।