এক বছর পর জানা গেল ২০১৯-২০ অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি ছিল ৩.৫১ শতাংশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:১৪ এএম, ৭ আগস্ট,শনিবার,২০২১ | আপডেট: ০৮:৫৭ পিএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
অবশেষে এক বছরের বেশি সময় পর ২০১৯-২০ অর্থবছরের মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধির সঠিক তথ্য প্রকাশ করলো সরকারি সংস্থা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। সংস্থাটি জানিয়েছে, ২০১৯-২০ অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি হয়েছে ৩.৫১ শতাংশ। যদিও সরকারের দাবি ছিল ওই অর্থবছরে প্রবৃদ্ধি হয়েছিল ৫.২৪ শতাংশ।
গত বৃহস্পতিবার বিবিএস দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির যে তথ্য প্রকাশ করেছে তাতে এই তথ্য তুলে ধরা হয়েছে।
জানা গেছে, ২০২০ সালে বাংলাদেশে করোনা সংক্রমণ দেখা দেয়ার পর ২৬ মার্চ থেকে টানা দুই মাসের বেশি সময় সাধারণ ছুটি ছিল। ফলে রাজস্ব আদায়, আমদানি, রফতানি, পর্যটন, হোটেল রেস্তোরাঁসহ বেশিরভাগ সেবা বন্ধ ছিল।
এরপরেও বাজেটে ২০১৯-২০ অর্থবছরে ৫.২৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের (সাময়িক) কথা বলেছিল সরকার। তখন থেকে অর্থনীতিবিদরা সরকারের তথ্যের সঙ্গে ভিন্নমত পোষণ করে আসছেন। বলেছিলেন, বাস্তবতার সঙ্গে সরকারের দেয়া তথ্যের মিল নেই। অবশেষে বিবিএস জানালো, সরকারের প্রক্ষেপণের চেয়ে প্রবৃদ্ধি কমেছে ১.৭৩ শতাংশ।
অর্থাৎ ২০১৯-২০ অর্থবছরের প্রাথমিক হিসাবে প্রবৃদ্ধি ৫.২৪ শতাংশ বলা হলেও গত বৃহস্পতিবার বিবিএসের প্রকাশিত চূড়ান্ত হিসাবে দেখা গেছে, ওই অর্থবছরে প্রকৃত জিডিপি অর্জন ছিল মাত্র ৩.৫১ শতাংশ।
সংশ্লিষ্টরা বলেন, ওই অর্থবছরে শিল্প ও রফতানি খাতের পরিস্থিতি ভালো ছিল, কৃষি খাতেও বড় কোনো সমস্যা ছিল না। তবে করোনায় সেবা খাত বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, পরিবহন ও নির্মাণশিল্পে ক্ষতি হয়েছে।
এদিকে বিবিএসের তথ্য বলছে, করোনাভাইরাস মহামারির মধ্যেও সদ্য বিদায়ী অর্থবছরে (২০২০-২১) বাংলাদেশে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি হয়েছে ৫.৪৭ শতাংশ। ২০২০-২১ অর্থবছরের নয় মাসের (২০২০ সালের ১ জুলাই-২০২১ সালের ৩০ মার্চ) হিসাব কষে এই তথ্য প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
বিবিএসের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, করোনার কারণে ২০১৯-২০ অর্থবছরে কৃষি খাতের প্রবৃদ্ধি আগের বছরের চেয়ে বেড়েছে। ২০১৮-১৯ অর্থবছরে কৃষি খাতের প্রবৃদ্ধি ছিল ৯.৫৭ শতাংশ। ২০১৯-২০ অর্থবছরে তা বেড়ে ৯.৭৫ শতাংশ হয়েছে। তবে করোনার কারণে শিল্প ও সেবা খাতের প্রবৃদ্ধি কমেছে। সেবা খাতের প্রবৃদ্ধি ১৫.৬৩ শতাংশ থেকে কমে ১৩.৩১ শতাংশে নেমে এসেছে। আর শিল্প খাতের প্রবৃদ্ধি ১৭.৩৮ দশমিক থেকে কমে ৭.৩৫ শতাংশে নেমে এসেছে।
প্রসঙ্গত, ২০২০-২১ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ছিল ৮.২ শতাংশ। তার আগের অর্থবছরেও (২০১৯-২০) একই লক্ষ্য ছিল ৮.২ শতাংশ।
মহামারি করোনাভাইরাসের কারণে ১ জুলাই শুরু হওয়া ২০২১-২২ অর্থবছরে অবশ্য জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য কমিয়ে ৭.২ শতাংশ ধরেছে সরকার। ২০১৮-১৯ অর্থবছরে বাংলাদেশে ৮.১৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হয়, যা ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ। ২০১৭-১৮ অর্থবছরে ছিল ৭.৮৬ শতাংশ। আর ২০১৬-১৭ অর্থবছরে ছিল ৭.২৮ শতাংশ।