শেয়ারবাজারে বড় দরপতন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:০০ এএম, ২৪ জুন,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৫:১৩ পিএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
শেয়ারবাজারে সূচকের বড় দরপতন হয়েছে। কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দর।
আজ বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৬৯ পয়েন্ট। সূচকটি অবস্থান করছে ৬ হাজার ৩৫ পয়েন্টে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ১৯৫ পয়েন্ট।
ডিএসইতে আজ লেনদেন হয়েছে ২ হাজার ৩০ কোটি টাকার, যা পরশুর চেয়ে ১৩ কোটি টাকা কম। সেদিন লেনদেন হয় ২ হাজার ১৭ কোটি টাকার। ডিএসইতে আজ হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৩টির, কমেছে ২১৭টির, অপরিবর্তিত আছে ২২টির দর।
ডিএসইতে আজ লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো বেক্সিমকো, ন্যাশনাল ফিড মিল লিমিটেড, ম্যাকসন স্পিনিং, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং মিল লিমিটেড, কাট্টালি টেক্সটাইল লিমিটেড, এসএস স্টিল, সি পার্ল, ওরিয়ন ফার্মা, কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড ও কেয়া কসমেটিকস।
মূল্যবৃদ্ধির শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো মুন্নু সিরামিকস, মালেক স্পিনিং, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড, এক্সিম ব্যাংক, ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড, সমতা লেদার, সি পার্ল, আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ড মিউচুয়াল ফান্ড ও ফুয়াং ফুড। অপরদিকে সিএসইতে হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৮টির, কমেছে ১৭৯টির, অপরিবর্তিত আছে ২১টির দর।